ঢাকা সোমবার, ২০ মে, ২০২৪

শ্রীবরদীতে খেলার মাঠের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত


মোঃশাওন আহম্মেদ ( স্টাফ রির্পোটার,শেরপুর) photo মোঃশাওন আহম্মেদ ( স্টাফ রির্পোটার,শেরপুর)
প্রকাশিত: ২৭-২-২০২৪ সকাল ৮:৪৭

খেলার মাঠ চাই সুস্থ বিনেদন চাই এই স্লোগানে শেরপুরের শ্রীবরদীতে খেলার মাঠের দাবিতে মানববন্ধন করেছে শ্রীবরদী উপজেলার সর্বস্তরের জনগণ। শ্রীবরদী পৌর শহরের চৌরাস্তা মোড়ে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

শ্রীবরদী মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সভাপতি শাকের মুহম্মদ আব্দুল্লাহ দানার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জাহিদুল ইসলাম জুয়েল, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা শ্রীবরদী উপজেলাবাসী খেলাধুলায় অনেক পিছিয়ে রয়েছি। এর প্রধান কারণ হচ্ছে আমাদের উপজেলা একটি খেলার মাঠ নেই। 

যার ফলে তরুণ প্রজন্মরা খেলা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং বিভিন্ন ধরনের খারাপ কাজের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। এই উপজেলার যুবসমাজ যেন ধ্বংসের হাত থেকে রক্ষা পাই। খারাপ কাজ থেকে ফিরে এসে খেলার দিকে মনোযোগী হয় সেই জন্য খেলার মাঠ অতি জরুরী। আমরা শ্রীবরদী উপজেলাবাসী সরকারের কাছে একটি খেলার মাঠের জোর দাবি জানাচ্ছি।

মানববন্ধনে প্রায় শতাধিক খেলোয়াড় ও শিক্ষার্থীরাসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

Newsdesk / Newsdesk